এক নজরে
বাংলাদেশ সরকারের সমুদয় আয় ও ব্যয়ের হিসাব করা এবং তা নিরীক্ষা করার জন্য নিরীক্ষা ও হিসাব বিভাগের সৃষ্টি। সরকারি কোষাগারে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে এ বিভাগ। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) (সংশোধনী) অধ্যাদেশ-১৯৮৩ এ অনুচ্ছেদ-০৩ এ ক্ষমতা বলে সরকার হিসাব ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও গতিশীল করার জন্য ১ জুলাই,২০০২ পৃথকীকরণ পরিপত্রটি নিরীক্ষা থেকে হিসাব বিভাগকে সম্পূর্ণ আলাদা করে অর্থ মন্ত্রনালয়ের দায়িত্বে ন্যস্ত করেন। ১ জুলাই ২০০২ হতে কার্যকর হয়। জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত হিসাবরক্ষণ অফিসসমূহকে পূর্বে ট্রেজারী অফিস হিসেবে পরিচিত ছিল। বর্তমানে যার পরিবর্তিত নাম হিসাবরক্ষণ অফিস। প্রজাতন্ত্রের হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে বিদ্যমান হিসাবরক্ষণ কাঠামোতে পরিবর্তন আনয়নপূর্বক ৫২টি মন্ত্রনালয়/বিভাগভিত্তিক প্রধান হিসাবরক্ষণ অফিস এবং মাঠ পর্যায়ের হিসাব তদারকির জন্য ০৮টি বিভাগে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস গঠন করা হয়। হিসাব সংরক্ষণের জন্য ৫২টি প্রধান হিসাবরক্ষণ অফিস, ০৮ টি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, ৫৬টি জেলা হিসাবরক্ষণ অফিস এবং ৪২৬টি উপজেলা হিসাবরক্ষণ অফিস গঠন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস