১. পে- ফিক্সেশন শতভাগ অনলাইনরে মাধ্যমে সম্পন্ন করা হয়
২. সকল কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতা iBas ++ এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
৩. কেন্দ্রিয়ভাবে ডাটাবেজ তৈরির কাজ চলছে।
৪. ইলেকট্রোনিক ফান্ড ট্রান্সফার (ই.এফ.টি.) এর মাধ্যমে বেতনভাতা প্রদান করা। বর্তমানে চেকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।
৫. অনলাইনের মাধ্যমে শতভাগ শেষ বেতনের প্রতয়ণ (এল.পি.সি) প্রেরণ করা হচ্ছে।
৬. কেন্দ্রিয়ভাবে ডাটাবেস তৈরী হচ্ছে।
৭. ইতোমধ্যে ১০০% ভাগ সর্মপণকারী পেনশনারদের মাসিক পেনশন ই এফটির মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।
৮. বর্তমানে গেজেটেড অফিসারদের জিপিএফ হিসাব iBas ++ সিস্টেমে অনলাইনে প্রদান করা হচ্ছে।
৯. চালানসমূহ অনলাইনে যাচাই করার ব্যবস্থা গৃহীত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস